ব্লগারের ক্ষেত্রে আপনি যখন এই সকল থিম খুঁজে থাকবেন তখন আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা না হলে আপনার পরবর্তীতে গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেতে এসইওর ক্ষেত্রে তাছাড়া আরো নানা ধরনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
এই সমস্যা গুলো যাতে না হয় সেজন্য আপনাকে থিম সিলেকশন করার সময় লক্ষ্য রাখতে হবে। নিচের এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:
- এটা যেন রেস্পন্সিভ হয়
- মোবাইল ল্যাপটপ এবং ট্যাব উভয় ক্ষেত্রেই যেন ভালো মত সবকিছু ফুটে ওঠে
- অপটিমাইজেশন
- গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল
- গুগল এড প্লেসমেন্ট
- অপটিমাইজেশনে স্কুল যেন অতিরিক্ত না হয়
মোটামুটি বেশ কিছু থিমে এই অপশন গুলো থাকে তবে আপনি যখন থিমগুলো নিবেন আপনার পছন্দ অনুযায়ী বাসায় করার ক্ষেত্রে এই বিষয়গুলো চেক করার চেষ্টা করবেন। এমন সব তথ্য বহুল সমালোচিত পূর্ণ ও বেশকিছু থিম নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে।
সেরা কয়েকটি ব্লগার টেমপ্লেট এর নাম:
ব্লগার টেম্প্লেট/ থিম: ULTRA MAG
Ultra Mag Blogger Theme এটি একটি নিউজপেপার জাতীয় ব্লগার টেমপ্লেট। তবে এটিতে এত পরিমান ফিচারস রয়েছে যে আপনি চাইলে এই টেমপ্লেটটি যে কোন পর্যায়ে ব্যবহার করতে পারবেন। কারিগরি বৈশিষ্ট্য যেমন অত্যন্ত উন্নতমানের ঠিক তেমনি এটি রেস্পন্সিভ খুব দ্রুততার সাথে মোবাইল ল্যাপটপ এবং ট্যাবে লোডিং নিয়ে থাকে।2022 সালের নতুন প্রজন্মের জন্য যেসকল ফিচারস প্রয়োজন সেগুলো এই ব্লগার টেমপ্লেট দিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই টেমপ্লেটটি তৈরি করা হয়েছে অত্যন্ত উচ্চ মানের ডেভলপার তারা যার কারণে এটি সৌন্দর্য আরো চমকপ্রদ হয়েছে।
এই থিমটি যেহেতু সহজে দেখা যাচ্ছে ভিতরের সেটিং গুলো খুব সহজ এবং বোধগম্য তাই এটিকে সেটাপ করতেও বেশি একটা কঠিন মনে হবে না।
আপনি চাইলে এই ব্লগার টেমপ্লেট খেলাধুলা, ব্যবসা, খাদ্য, ইত্যাদি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটি মোবাইল ফ্রেন্ডলি হয় দ্রুততার সাথে লোড নিতে সক্ষম।
ব্লগার টেম্প্লেট/ থিম: Magify
Magify Blogger Theme একটি জনপ্রিয় ব্লগার টেমপ্লেট হিসাবে পরিচিত এর প্রধান কারণ এটি যেমন রেস্পন্সিভ, মোবাইল ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি এবং গুগল এডসেন্স ফ্রেন্ডলি ঠিক সেরকম এরই এটিকে কাস্টমাইজেশন করেছে কোন রূপে নেওয়া সম্ভব।এটি একটি ম্যাগাজিন টাইপ ব্লগার টেমপ্লেট কিন্তু এটি অন্যান্য টেমপ্লেট এর মত কাজ করবে না। এটি অত্যন্ত দ্রুত গতির একটি ব্লগার টেমপ্লেট। গুগল সার্চ ইঞ্জিন থেকে বেশ ভালো ফলাফল পেতে এই টেমপ্লেটটি ব্যবহার করে দেখতে পারেন তাছাড়া এটি কাস্টমাইজেশন অনেক সহজ এবং এসইও ফ্রেন্ডলি কাস্টমাইজেশন করা সম্ভব।
উচ্চমানের ডেভলপার তারা এটিকে তৈরি করা আইডির কোডগুলো অনেক সহজ এবং পোস্টে কোন প্রকার অসুবিধা হয় না যার কারণে আপনি আপনার পোস্টটি নির্দ্বিধায় যে কোন ফরমেটে দিতে পারেন।
ব্লগার টেম্প্লেট/ থিম: Plate
ব্লগার টেম্পলেট তৈরি করা হয়েছে স্পেশালভাবে যারা খাদ্য সামগ্রী অথবা রেসিপি নিয়ে ব্লগ লিখে থাকে বা ব্লগ পোষ্ট করে থাকে তাদের জন্য। এই ব্লগ টেমপ্লেটটি ডিজাইন মনমুগ্ধকর তাছাড়া এটি মোবাইল রেস্পন্সিভ হয় খুব সহজেই মোবাইল দিয়ে আপনি এটির কাজ করতে পারবেন।স্পেশাল গুণ সম্পর্কে বলতে গেলে বলা চলে এটি অত্যন্ত দ্রুত সময়ে লোড নিয়ে থাকে। এসইও অপটিমাইজেশন করা, মোবাইল ফ্রেন্ডলি, গুগল এডসেন্স করেন এছাড়া আপনি চাইলে কাস্টমাইজেশন করে পোস্ট করতে পারবেন।
কাস্টম পস্ট তৈরি করার জন্য এটিকে স্পেশাল ভাবে তৈরি করেছে ডিজাইনার এবং ডেভেলপার। এই শুধুমাত্র আপনি রান্নার রেসিপি এবং খাদ্য উপকরণ বাদে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোষ্ট তৈরি করতে পারেন। এটি দ্বারা আপনি দৈনিক ভ্রমণ, দৈনিক ব্লগ অথবা ব্যক্তিগত ব্লগ সম্প্রদান করতে পারবেন।
ছবিগুলো অপটিমাইজেশন এর ক্ষেত্রে এই থিমে রয়েছে স্পেশাল সুবিধা তাছাড়া আপনি চাইলে গুগোল টপ পজিশনে যাওয়ার জন্য বিভিন্ন উপায়ে এখানে এসইও এর অপশন পাবেন।
ব্লগার টেম্প্লেট/ থিম: Melina
এই ব্লগার টেমপ্লেট একটি ফ্যাশন টাইপ নিউজ ম্যাগাজিন টেমপ্লেট। এটির যে কোন ভার্সন আপনি গুগলের সর্বস্তরে পেয়ে যাবেন। এটি ব্যবহার করে আপনি ফ্যাশন টাইপ তাছাড়া পোশাক ইত্যাদি বিভিন্ন কিছু ওয়েবসাইট নির্দ্বিধায় তৈরি করতে পারবেন।
এসইও অপ্টিমাইজেশান হওয়ায় দ্রুততার সাথে লোড নেয় এবং গুগলের টপ পজিশনে যেতেও আপনাকে সাহায্য করে।
ব্লগার টেম্প্লেট/ থিম: SoraShop
এই টেমপ্লেটটি দিয়ে আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাছাড়া বিভিন্ন কোয়ালিটির যেমন মোবাইল রিভিউ ওয়েবসাইট তাছাড়া ই-কমার্সের ব্যবহৃত সকল ধরনের ওয়েব সাইটে আপনি এই টেমপ্লেটটি তারা খুব সহজেই তৈরি করতে পারবেন।ভালো মানে ডেভলপার দ্বারা তৈরি করা হয় এই টেমপ্লেটটি ব্যবহারে আপনি যে সকল সুবিধা পাবেন সেগুলোর ভিতরে রয়েছে এসইও অপটিমাইজেশন যেকোনো ডিভাইসের খুব দ্রুততার সাথে রেসপন্স পাওয়া ইত্যাদি।
ই-কমার্স ওয়েবসাইট এর পাশাপাশি এটি দ্বারা আপনি খেলাধুলা বিষয়ক যেমন হকি ভলিবল ইত্যাদি রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন যেগুলো জনপ্রিয়তা বর্তমানে ব্যাপক হারে চলছে।
আপনি যেই টেমপ্লেটটা ব্যবহার করে ওয়েব সাইটটি তৈরী করেন না কেন এসকল বিষয়বস্তু যেন আপনার ওয়েবসাইটে থাকে সেগুলো অবশ্যই লক্ষ্য করে নিবেন। যদি তা না করেন এবং লোড নিতে অতিরিক্ত সময় ব্যয় হয় এতে আপনার ইউজার এক্সপেরিয়েন্স কমে যাবে। গুগল এডসেন্স পেতে ও নানা রকম ঝামেলা পোহাতে হবে।
তাই ভালো মানের ওয়েবসাইট এর ক্ষেত্রে অবশ্যই উক্ত বিষয় গুলো লক্ষ্য রাখবেন এবং ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য চেষ্টা করবেন।
আর্টিক্যালটির জন্য আমি খুব উপকৃত হলাম। আমি নিজেউ মানুষকে উপকৃত করতে চাচ্ছি। যারা Seo Plus Premium Blogger template টা খুজছেন তাদের জন্য আমাদের Sohobangla সাইটে এর লিংক দিয়েছি। আপনারা চাইলে নামিয়ে ব্যাবহার করতে পারেন। খুবই প্রিমিয়াম থিম...
উত্তরমুছুনhttps://www.sohobangla.com/2023/04/seoplus-responsive-blogger-template.html